দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ হাছান ইমাম খাঁন। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, এবং ফখরুল ইমাম।
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মোননিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন হাছান ইমাম।গতকাল মঙ্গলবার নবাগত সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন সংসদে যোগদান করে সংক্ষিপ্ত শুভেচ্ছা রাখেন।
হজ্জ, তাবলিক জামায়াত নিয়ে বির্তকিত মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। তার ছেড়ে দেওয়া আসনেই এমপি হিসেবে শপথ নিলেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।