১০ সিট পেলেও বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বগুড়া-১ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান।
০২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদে শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় এ সংসদ সদস্য এ মন্তব্য করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়।
তিনি বলেন, বিএনপি যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়া ভুল ছিল, এটা তারা মর্মে মর্মে বুঝতে পারছে। ১০ সিট পেলেও তারা আগামীতে নির্বাচনে অংশ নেবে। তা না হলে দলটি বিলুপ্ত হবে।
নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের সমালোচনা করে আব্দুল মান্নান বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য তিনি হিলারি ক্লিনটনের কাছে গিয়েছিলেন। সবধরনের চেষ্টা তিনি করেছিলেন। ইউনূস সেন্টার থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে, এটা দৃষ্টতা ছাড়া কিছুই নয়।