খোকন হাওলাদার // বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি, লুটপাট ও অনিয়মকারীদের শাস্তি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও জনভোগান্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।
সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সাকিবুল ইসলাম সাফিন, নজরুল ইসলাম খান, ইয়াসমিন সুলতানা, হাছিব আহমেদ, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
সমাবেশে ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের ‘হামলা’র ঘটনায় নিন্দা জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।