ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মার সাথে অভিমান করে গাছর সাথে ঝুঁলে আত্মহত্যা করেছে মুন্নি নামে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পৌরএলাকার ৮ নম্বর ওয়ার্ড কাঠালী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাঠালী এলাকা মোর্শেদ আলমের কিশোরী মেয়ে লিজা আক্তার (১৪) শনিবার সন্ধ্যারাতে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে ফুল কেনার জন্য তার মার কাছে ২৫০ টাকা বায়না ধরে। ২০০ টাকা দেয়ার পর আরো ৫০ টাকার জন্য বার বার মার কাছে অবদার করা হলে লিজাকে বকাঝকা করেন। এই ক্ষোভে লিজা বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুঁলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলেও পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ময়না তদন্ত ছাড়ায় লাশটি নিয়ে বাড়িতে নিয়ে দফন করা হয়। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: হযরত আলী জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী থানায় ইউডি মামলার পর নিহতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।