ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বড় ভাইদেরকে জমি লিখে দেয়ায় সমিতিরি টাকা উত্তোলনের কথা বলে আমুক্তা দলিলে পিতার টিপ সই নিয়ে ছেলের বিরুদ্ধে জমি নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আওলাতলী গ্রামে। জানা গেছে, আবজস আলীর ছেলে জামাল উদ্দিন তার পিতার কাছ থেকে টিপসই নিয়ে ১৫৪ শতাংশ জমি আমুক্তা দলিল করে নিয়েছেন। এ ঘটনার সাথে পুলিশকে জড়িয়ে একটি মহল বিভ্রান্তি ছড়িয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ব্যাপারে আবজস আলী জানান, তার ছেলে জামাল উদ্দীন সমিতি থেকে টাকা উঠিয়ে দেয়ার জন্য গত ৯ ফেব্রুয়ারী তাকে সিডষ্টোর বাজারের একটি হোটেলে নিয়ে আরোও কিছু লোকের সামনে তার কাছ থেকে একটি কাগজে টিপ সই নেন। পরে তিনি জানতে পারেন তার কাছ থেকে ১৫৪ শতাংশ জমির একটি আমুক্তা দলিলে সই নেওয়া হয়েছে, এমন কি কোন টাকা পয়সা তিনি পাননি। এ ব্যপারে জামাল উদ্দীন জানান, তার পিতা স্বেচ্ছায় ১৫৪ শতাংশ জমি ৩০ লাখ টাকা মূল্য সাব্যস্থ করে ১২ লাখ টাকা বুঝে পেয়ে ওই জমি ৭ জনের নামে আমুক্তা দলিল করে দিয়েছেন যাতে সে নিজে একজন স্বাক্ষী। পরবর্তীতে বড় ভাইদের পরামর্শে তার পিতা পুনরায় দলিলটি বাতিলের জন্য আবেদন জানালে গত ২৩ ফেব্রুয়ারী তা বাতিল হয়ে যায়। জামালের অভিযোগ, তাকে বাদ দিয়ে তার পিতা অন্য ৪ ভাইকে জমি লিখে দিয়ে সম্পত্তি হতে তাকে বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে।