নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠিতে পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন We Can Change (WCC)। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠনকে এলাকার উন্নয়ন, শিক্ষা ও মানবিকতার নতুন সূর্যোদয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল এর নেতৃত্বে শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রাণকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বরিশাল জমজম নার্সিং কলেজের শিক্ষার্থীরা সংগঠনের নামে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে। পাশাপাশি ঝালকাঠির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের আদর্শ, নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল বলেন, 'We Can Change' শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন — পরিবর্তনের, মানবিকতার, সচেতনতার। ঝালকাঠিতে এই সংগঠনই হতে পারে নতুন সূর্যোদয়।
আত্মপ্রকাশ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
অধ্যাপক শাকিল আরও বলেন, যে সমাজ পরিবর্তন চায়, তাকে পরিবর্তনের জন্য কাজ করতে হয়। তরুণরাই সেই পরিবর্তনের দূত। We Can Change সেই তরুণদের স্বপ্ন ও সাহসের প্রতিচ্ছবি।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।