গৌরনদী প্রতিনিধি।।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান গ্রেফতার
জানা গেছে, গৌরনদী মডেল থানায় দায়েরকৃত বিভিন্ন মামলার আসামী, কোনটায় সরাসরি ও কোনটায় নির্দেশ দাতা হিসাবে হারিছুর রহমানের নামে মামলাগুলো রয়েছে, এর মধ্যে হত্যা বিস্ফোরক,হত্যার উদ্যেশে হামলা জখমসহ মামলা রয়েছে হারিছের বিরুদ্ধে
গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ মো: ইউনুস মিয়া জানান, গৌরনদী মডেল থানায় মামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয় হারিছকে ট্রেস করে পাওয়ার পরে ঢাকার রামপুরার বনশ্রীতে নিজের ভাড়া করা একটি বাসা থেকে রামপুরা থানা সহযোগিতায় এস আই মনিবুর রহমান সুজন, এস আই আব্দুল হক ও সঙ্গীয় ফোর্স হারিছকে গ্রেফতার করতে সক্ষম হন। ভোররাতে রেকি করে আজ সকাল সারে ছয়টায় তাকে নিজ বাসা থেকে আটক করেন।
আজই তাকে (হারিছকে) নিয়ে গৌরনদীর উদ্যেশে নিয়ে যাওয়া হবে এবং আদালতে হারিছের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান।