মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২৯ হাজার টাকা মূল্যের ৯০০গ্রাম গাজা ও একটি দেশীয় মদসহ ২ জন মাদকপাচারকারী আটক করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল কাশেম দৈনিক কালবেলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জ কর্তৃক মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় মোঃ সালেহ (২৮) ও মিরাজ হোসেন (২৭) এর দেহ তল্লাশি করে ২৭ হাজার টাকা মূল্যের ৯০০গ্রাম গাজা ও দেশীয় ২ জন মাদকপাচারকারীক আটক করা হয়।
আটককৃত মোঃ সালেহ (২৮) উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের আব্দুল মজিদ রাঢ়ীর ছেলে। অপর মিরাজ হোসেন হলেন তেতুলিয়া গ্রামের জামাল উদ্দিন এর ছেলে।
পরবর্তীতে আটককৃত মাদক ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।