গৌরনদী প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে রোববার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্ধোধন করেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এসএম মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ গফুর। পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক আকন, জেলা যুবদলের সদস্য মাসুম হাওলাদার, যুবদল নেতা মনিরুজ্জামান মনির, শাহীন সিকদার, বিশ^জিৎ রায়, রুহুল তালুকদার সহ অন্যান্যরা।