1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
তাইওয়ানের আকাশে ১১ চীনা বেলুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

তাইওয়ানের আকাশে ১১ চীনা বেলুন

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // তাইওয়ান দ্বীপের কাছে গত ২৪ ঘণ্টার মধ্যে ১১টি চীনা বেলুন দেখা গেছে। এসব বেলুন শনাক্ত করেছে সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ মার্চ) মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাইপে থেকে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

তাইয়ান মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, সকাল ৬টা থেকে (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ২২০০ টায়) ২৪ ঘণ্টার মধ্যে বেলুনগুলো দেখা গেছে। বেলুনগুলোর সঙ্গে একইসময়ে তাইওয়ানের কাছে পাঁচটি চীনা সামরিক বিমান ও ছয়টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়।

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এএফপি’র হিসাব অনুযায়ী, এটি ছিল সর্বোচ্চ সংখ্যক বেলুনের রেকর্ড।

চীন দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে জোর দাবি করে আসছে এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের হুমকি দিয়েছে। তবে তাইওয়ান নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন স্ব-শাসিত দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়েছে। গত সপ্তাহে ২৪ ঘণ্টার মধ্যে তাইওয়ান দ্বীপের কাছে ৪৫টি চীনা বিমানের উপস্থিতি রেকর্ড করার পর এই বছরের সর্বোচ্চ সংখ্যক বেলুন শনাক্ত করা হলো।

এর আগে একই সপ্তাহে তাইপে দ্বীপের দক্ষিণে ‘লাইভ-ফায়ার’ মহড়া চালানোর জন্য চীনের নিন্দা করেছে তাইওয়ান। তবে বেইজিং একে ‘নিয়মিত প্রশিক্ষণ’-এর অংশ হিসেবে অভিহিত করে তাইওয়ানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ পাল্টা অভিযোগ আনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ