1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

‘দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ’

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা আওয়ামী লীগ করেছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাটে জড়িত ছিলেন না।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, মানুষ শেষ কবে ভোট দিয়েছিল ভুলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে। তারা দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল। অভ্যুত্থানের পক্ষের সবার সঙ্গেই পরামর্শ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, দেশের শেয়ার মার্কেটে এক ডাকাতকে সরিয়ে যাতে আরেক ডাকাত না আসে। যাতে ডাকাতদের আড্ডাখানা না হয় তা নিশ্চিতে অর্থবহ সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ কাজগুলো করতে পারলে দ্বিগুণ গতিতে এটি এগিয়ে যাবে।

সাংবাদিক ইউনিয়নগুলো ১৫ বছর ধরে পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল- এ তথ্য তুলে ধরে প্রেস সচিব বলেন, তাদের উচিত সাংবাদিকদের অধিকার নিয়ে আওয়াজ তোলা। কপিরাইট নিয়ম নিয়ে কথা বলতে হবে। ৩০ হাজারের নিচে বেতন হওয়া উচিত নয়। যারা পারবেন না তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিন। এ বিষয়গুলো নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর কথা বলা উচিত।

সংবিধানে বাকস্বাধীনতা সমুন্নত আছে কিন্তু বারবার ফ্রিডম অব স্পিস ক্ষুণ্ণ করা হয়েছে। এ সরকার ফ্রিডম অব স্পিসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলেও এ সময় জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ