স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বন্দর থানাধীন বারইকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা আনুমানিক ১২ টায় বেপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত রুপা (২২) হলেন ওই গ্রামের বাসিন্দা মো: তানজিল ব্যাপারীর স্ত্রী। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রুপা জানান তার ভাসুর পারভেজ বেপারী বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তাতে রাজি না থাকায়। ঘটনার আগের দিন বিকেলে রুপা ঘরের সামনে জারু দিতেছিল তখন তার ভাসুর রুপাকে কেন্দ্র করে অকাত্ম বাসায় গালিগালাজ করতে ছিলেন এতে রুপা প্রতিবাদ করলে তাকে মারার উদ্দেশ্যে এগিয়ে আসলে রুপা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ও পুরো বিষয়টি মোবাইল ফোনে ধারণ করে। রাতে তার স্বামী তানজিল বাসায় ফিরলে পুরো বিষয়টি তাকে জানান। জানা যায় তানজিলের সাথে তার বড় ভাইয়ের স্ত্রী রুমা বেগমের সাথে অবৈধ সম্পর্ক থাকায় তানজিল তাদের পক্ষ হয়ে সকালে ঘুম থেকে উঠে তাদের সাথে যুক্তি পরামর্শ করে পরিকল্পিতভাবে পারভেজ বেপারী, হাসিনা বেগম, তানজিল পেপারি, রুমা বেগম সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে বটি, জিয়াই পাইপ ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।