স্পোর্টস ডেস্ক // ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার ফুটবলে ফেরার দ্বারপ্রান্তে পল পগবা। ফরাসি লিগ ওয়ানের ক্লাব এএস মোনাকো তাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে।
২০২৩ সালের ৩ সেপ্টেম্বর শেষবার মাঠে নামা পগবা পরে ডোপ টেস্টে পজিটিভ হলে প্রথমে চার বছর এবং পরে ১৮ মাস নিষিদ্ধ হন।
বিশ্বখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও গিয়ানলুকা দি মার্জিও জানিয়েছেন, মোনাকোর সঙ্গে পগবার আলোচনা চলমান এবং চুক্তি চূড়ান্তের পথে।
চুক্তি হলে, এই প্রথমবার পগবা নিজ দেশের কোনো ক্লাবে খেলবেন। তার ফেরার সম্ভাবনা বিশ্ব ফুটবলে ফের আলোচনার জন্ম দিয়েছে।