1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় 

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
32

বাংলাদেশে এসেছে ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। প্রতিবারের মতো এবারও সোনালী ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে সেই সুযোগের সময়কাল হবে সীমিত।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্বকাপ ট্রফিবাহী বিমান বাংলাদেশে পৌঁছেছে। এবারের সফরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে বিশ্বকাপের ট্রফিটি।

মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবে ট্রফিটি। সন্ধ্যা ৬টায় এটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।

উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিন আয়োজক দেশ— কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিতব্য এই আসরে থাকছে আগের চেয়ে বেশি দল ও বেশি ম্যাচ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের এই সর্ববৃহৎ আসর।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews