সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে। তবে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে বরিশালের বিভিন্ন সবজির বাজার ও পাইকারি আড়ত ঘুরে দেখা গেছে এমন চিত্র।
পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা করে। এছাড়া অন্যান্য সবজি কাঁচামরিচ গত সপ্তাহে কেজি ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা করে, বরবটি গত সপ্তাহে ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়, করলা গত সপ্তাহে ৩৫ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো গত সপ্তাহে ৩০ থেকে ৩৫ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ১৭ থেকে ২০ টাকা করে বিক্রি হচ্ছে, পটোল গত সপ্তাহে ৫৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন আকার ভেদে ২৫-৩০ টাকা, সজনে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৪৫ টাকা, কুমড়া ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচকলা ২৫ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। সোনালি মুরগি ৩৩০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
কেজি প্রতি রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস মাছ ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের শাহারিয়া বাণিজ্যালয়ের মালিক মো. আলী হোসেন জাগো নিউজকে জানান, বেশ কিছু দিন ধরেই সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে ৫-১০ টাকা কমছে বাড়ছে। খুচরা বাজারেও সবজি কম মূল্যে বিক্রি হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।