নিজস্ব প্রতিবেদক।। ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর চৌমাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বটতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল ছাত্রদলের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের কোষাদক্ষ মো: রিপন ও কর্মজীবি দলের সিনিয়র সহ-সভাপতি মো: রিয়াজ, মহানগর যুবদলের সহ-সভাপতি আসাদুজ্জামান লাবিব, সেচ্ছাসেবক দলের সদস্য মিরাজ ও জেলা যুবদলের সদস্য আনিচ এবং মহানগরের অন্যতম নির্যাতিত কারাবন্দী যুবদল নেতা মো: আলামিন সহ দলের নেতৃন্দ।