নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুলছাত্র রাব্বি হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকার অবরোধ হয়। এসময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকে যাত্রীদের সীমাহীন ভোগান্তি হয়।
এসময় বি
ওই ঘটনায় নিহত বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে পুলিশ মামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।