1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বাউফ‌লে বিএন‌পির বিরু‌দ্ধে মিথ্যা ও বা‌নোয়াট মানববন্ধ‌নের বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

বাউফ‌লে বিএন‌পির বিরু‌দ্ধে মিথ্যা ও বা‌নোয়াট মানববন্ধ‌নের বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

সফিউর রহমান মিঠু,বাউফল প্রতি‌নি‌ধি।।

পটুয়াখালীর বাউফলে উপ‌জেলা ইউনিয়ন বিএন‌পির বিরু‌দ্ধে মিথ‌্যা অপপ্রচার ও মানববন্ধ‌নের প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএন‌পি। গতকাল (২৯-১০-২৪) মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টায় চন্দ্রদ্বীপ ইউনিয়‌নের খানকা এলাকায় ওই সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

এতে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রেন ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি মো বেল্লাল ‌হো‌সেন।

লি‌খিত বক্ত‌ব্যে বেল্লাল ব‌লেন, চল‌তি মা‌সের ১৭ তা‌রিখ একই ইউনিয়‌নে বিএন‌পি নামধারী আওয়ামী সু‌বিধা‌ভোগীরা উপ‌জেলা ও ইউনিয়ন বিএন‌পির বি‌ভন্ন নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মু মু‌নির হো‌সেনের না‌মে মিথ‌্যা বা‌নোয়াট বক্তব‌্য প্রদান ক‌রেন। যা সম্পর্ণ মনগড়া ও ভি‌ত্তিহীন। ইউনিয়ন এবং উপ‌জেলা বিএন‌পি ‌ক্নে অন‌্যায় ও অপক‌র্মের সা‌থে জ‌রিত নয়। হাইব্রিড বিএন‌পি পদব‌ঞ্চিত হ‌য়ে মিথ‌্যাচার চালা‌চ্ছেন। এসসময় ওই মানববন্ধ‌নে জয়বাংলার শ্লোগান দেয় হয় ব‌লেও বক্ত‌ব্যে উল্লেখ ক‌রেন।

এতে অন‌্যান্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ইউটি বিএন‌পির সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, ইউনিয়ন সহ সভাপ‌তি শাহ আলম রা‌ঢি, সাংগঠ‌নিক সম্পাদক মো আবুল সির আলী, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি সুলতান সরদার,নিজাম ডাক্তার, সবুজ জ্মোদ্দার, জা‌বেদ আলীসহ ইউনিয়ন বিএন‌পির ২শতা‌ধিক নেতাক‌র্মি।####

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ