সফিউর রহমান মিঠু, বাউফল প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান (দৈনিক দেশ রূপান্তর ), সহ- সভাপতি বিমল চন্দ্র সিল ( দৈনিক ভোরের চেতনা ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী রুবেল ( দৈনিক জবাবদিহি ) , তথ্যপ্রযুক্তি প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ মিশু সিকদার ( দৈনিক পর্যবেক্ষণ), সংস্কৃতি সম্পাদক মোঃ সফিকুল রহমান মিঠু ( দৈনিক সত্য সংবাদ), কার্যনির্বাহী সদস্য মোঃ রাশিদুল ইসলাম ইজাজ , মোঃ রাইসুল ইসলাম ইমন ( যমুনা টেলিভিশন) , মোঃ জসিম উদ্দিন ( দৈনিক বাংলাদেশ সমাচার ), মোঃ নজরুল ইসলাম ( দৈনিক আজকের বরিশাল ) , মোঃ রুবেল হোসাইন ( দৈনিক সোনালী কন্ঠ)
এসময় নবাগত ইউএনও জনাব আমিনুল ইসলাম বলেন, বাউফল উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বাউফল উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।