স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার বেতাগী থানাধীন জোপখালি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটো ড্রাইভারকে এলপাতাড়ী পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় জোপখালি ব্রিজের উত্তর পাশে রাস্তার উপরে এই হামলার ঘটনা ঘটে।আহতের নাম মো: কামাল সিকদার তিনি হলেন জোপখালি গ্রামের বাসিন্দা মৃত মোঃ আশরাফ আলী শিকদারের ছেলে।আহত কামাল সিকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কামাল জানান ঘটনার দিন অটোতে প্যাসেঞ্জার নিয়ে বেতাগী থেকে নিয়মিত যাওয়ার পথে জোপখালি ব্রিজের উত্তর পাশে স্বাধীন ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তা আটকে আড্ডা দিতেছিলেন। কামাল সিকদার অটোর হন বাজিয়ে সাইট চাইলে তারা সাইট না দিলে কামাল তাদের কাছে গিয়ে অনুরোধ করে সাইট চাইলে তারা সাইট দিতে নারাজ হন একপর্যায়ে উভয়ের ভিতর বাক-বিতণ্ডা হলে ক্ষিপ্ত হয়ে স্বাধীন, সোহাগ, রাসেল ও কবির সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে কিল ঘুসি লাথি সহ লাঠি সেটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে।তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সএ ভর্তি করেন। ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক তার অবস্থার অবনতি থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আরও জানা যায় স্বাধীন এর পিতা মোঃ আল আমিন মির্জা ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।