মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের
পুর্ব বালিয়া যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পুর্ববালিয়া মোল্লা বাড়ির জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে দুই শতাধিক মানুষের মধ্যে এ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন পুর্ব বালিয়া যুব সমাজ ফাউন্ডেশন। এই সংগঠনটি গত দুই বছরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে প্রায়ই ২৫ লক্ষ টাকার মত কাজ করেছে। অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করা, ঝড়-বৃষ্টিতে কারো ঘর ভেঙ্গে গেলে তা মেরামত করে দেওয়া। অসহায় দারিদ্র রোগীদের চিকিৎসার দায় দায়িত্ব নেওয়া এবং অসহায় মেয়েদের বিয়ে-শাদীতে সহযোগিতা করা। এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক আব্দুর রব মৃধা, শফিকুল ইসলাম মেলকার, কার্যনির্বাহী পরিষদের সদস্য সবুজ হাওলাদার,কার্যনির্বাহী পরিষদের সদস্য মামুন মাতাব্বর, উপদেষ্টা পরিষদের সদস্য, গিয়াস উদ্দিন, উপদেষ্টা হাবিবুর রহমান ফরাজী, উপদেষ্টা রফিকুল ইসলাম সরদার, উপদেষ্টা ফিরোজ নাজির, সভাপতি খোরশেদ আলম হাওলাদার সেক্রেটারী জসিম মাতব্বর কদম আলী। সাংগঠনিক দায়িত্ব পালন করছেন রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ , আইন বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম তফাদার, সমাজ কল্যাণ সম্পাদক আজাদ হাওলাদারসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির সদস্যরা বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা যে সুন্দর উদ্যোগ নিয়েছি ভবিষ্যতেও আমাদের এই সুন্দর উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর মাধ্যমে আমাদের এলাকার শান্তি ও সম্প্রীতি আর অগ্রগতি হবে বলে আশা করি। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক চমৎকার উদাহরণ স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ অসংখ্য দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের কাজে এগিয়ে আসুক।’উপহার গ্রহণকারীদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ঈদে আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদ্যাপনের। এই সহায়তা আমাদের ঈদ উদ্যাপন সহজ করে দিলো।”