মো:রাশেদ খান ভোলা // স্মৃতিচারণ,গান,কবিতা আবৃত্তি ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর এম,আর রেসিডেন্সিয়াল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) শম্ভুপুর এম,আর রেসিডেন্সিয়াল একাডেমির প্রধান শিক্ষক নাছিমা বেগমের সভাপতিত্বে ও শরীফ মো.রফিক উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার,তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে তোমরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান পেয়ে যাওনি, শিখেছো মূল্যবোধ, শৃঙ্খলা, এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ। আমরা তোমাদের প্রতি শুধু ছাত্র বা ছাত্রী হিসেবে নয়, বরং ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক হিসেবে বিশ্বাস রাখছি, আশা করি তোমরা সেটা বজায় রাখবে। আজকের এই বিদায়’ই সবকিছুর শেষ নয়। এটি একটি নতুন যাত্রার শুরু। জীবনের পথে চলতে গিয়ে হয়তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কিন্তু মনে রেখো আত্মবিশ্বাস, পরিশ্রম, এবং সততা তোমাদের সর্বদা পথ দেখাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো.জামাল উদ্দিন হাওলাদার প্রধান শিক্ষক শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, গিয়াস উদ্দিন পঞ্চায়েত উপজেলা যুবদল নেতা, কামরুজ্জামান জান্টু সাধারণ সম্পাদক শম্ভুপুর ইউনিয়ন বিএনপি, মো.নিজাম উদ্দিন প্রধান শিক্ষক পশ্চিম লামছি শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. শফিউল্লাহ সাবেক ইউপি সদস্য চাঁচড়া ইউনিয়ন পরিষদ, মো.মামুন অর-রশিদ সাধারণ সম্পাদক ঢাকাস্থ তজুমদ্দিন ফোরাম বিএনপি, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।