গৌরনদী প্রতিনিধি।।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে।
৫ আগষ্টে শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন স্বাদীনতা পেয়েছি।এ স্বাধীনতায় আমাদের দেশের রাজনৈতিব স্বাধীনতা এসেছে। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী বাসষ্ট্যানস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, সমাজ পুনর্গঠনে ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষক সহ আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির ইস্যুতে স্বপন বলেন, এই রাষ্ট্রপতি কেমন, রাষ্ট্রপতি ভাল কিনা, রাষ্ট্রপতিকে কে নিয়োগ দিয়েছে সেটা আমাদের কাছে বড় কথা নয়। এই রাষ্ট্রপতির হাতেই ড. ইউনুসের নেতৃত্বে এই সরকার নিয়োগ লাভ করেছে। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে যতদ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটের ক্ষমতা জনগনের হাতে ফেরত দেওয়া।
গৌরনদী জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্যরা। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোফাজ্জেল হক।