1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আইপিএলের মাঝেই ৮ দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

আইপিএলের মাঝেই ৮ দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে
52
স্পোর্টস ডেস্ক // সদ্য শেষ হওয়া আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ছিল দারুণ আগ্রহ। শেষ পর্যন্ত বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বড় অঙ্কে চুক্তি হলেও পুরো আইপিএলজুড়ে মোস্তাফিজকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি।

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে আসবে। ওই সিরিজের ওয়ানডে অংশে খেলতে আইপিএলের মাঝেই আট দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ। মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।

মোস্তাফিজকে ৮ দিনের জন্য ফেরাতে হচ্ছে বলে জানিয়েছেন নাজমূল, ‘ওয়ানডেতে আমরা জানি যে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপার আছে। ওই জায়গাটাতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা (মোস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে) পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটাতে নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।’

আগামী ২৬ মার্চ এবারের আইপিএল শুরু হবে। ফাইনাল ৩১ মে। এই টুর্নামেন্টে টি–টোয়েন্টি আবহ থেকে হুট করে এসে ওয়ানডে খেলা মোস্তাফিজের জন্য কঠিন হবে কি না এমন প্রশ্ন ছিল নাজমূলের কাছে।

এ নিয়ে তিনি বলেন, ‘ও যে পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে—এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সব হিসাব-নিকাশ করেই দেখেছি যে ওর উপস্থিতিটা আমাদের জন্য জরুরি। আমাদের যে শক্তি আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা।’

বাংলাদেশের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ নয়ে থাকতে হবে, যেখানে বর্তমানে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। এই বাস্তবতায় ওয়ানডে সিরিজগুলোতে পূর্ণ শক্তির দল মাঠে নামাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews