
রোববার (২ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে দেশটির মাজার-ই শরীফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। গভীরতা ছিল ২৮ কিলোমিটার।
শহরটিতে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ থাকেন। শক্তিশালী এ ভূমিকম্পে মাজার-ই-শরীফের ঐতিহ্যবাহী নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড কম্পনের কারণে মসজিদের বিভিন্ন জায়গায় পলেস্তার খুলে পড়েছে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। একটি ভিডিওতে মরদেহ টেনে বের করতে দেখা গেছে।
এর আগে চলতি বছরের ৩১ আগস্ট পূর্বাঞ্চলে ৬ দশমিক ০ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার ২০০ জনের বেশি মানুষ, যা সাম্প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।