
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের ‘তারুণ্যের সমাবেশে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, এর আগেও নারায়ণগঞ্জে দুটি সমাবেশ হয়েছে গণ অধিকার পরিষদের। নারায়ণগঞ্জের তরুণদের কাছে প্রশ্ন রাখতে চাই-যে স্বপ্নের জন্য আপনারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? হয়নি। আমরা আর রক্ত দেব না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব।
তিনি আরও বলেন, বাংলাদেশে গত পঞ্চাশ বছরে শহীদদের রক্ত অনেক ক্ষেত্রেই বিফলে গেছে। আমরা চাই সহনশীলতা ও সম্প্রীতির নতুন রাজনীতি। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ।
তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। আপনারা ভালো মানুষকে ভোট দিলে সুন্দর দেশ হবে। আর যদি না বুঝে, না দেখে স্লোগান দিতে থাকেন-তাহলে জেনে রাখুন, না বুঝে ভোট দেওয়ার দিন শেষ।