
নিজস্ব প্রতিবেদক
বরিশালের রূপাতলী হাউজিং এ অবস্থিত আল মাদরাসাতুল হাসানাহ এর ‘৪র্থ হিফজুল কুরআন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বর্ণিল এ আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হালিম মাদানী।
মাদরাসার পরিচালক হাফেজ মোস্তাইন বিল্লাহ (আলিম) এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রসপেক্ট ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহিব্বুল্লাহ শাহীন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের লেকচারার ড. রিয়াজুল ইসলাম রিয়াজ, রূপাতলী হাউজিং এস্টেট জামে মসজিদের সেক্রেটারি শাহজাহান আকন, নিউনেস ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মুহাম্মাদ আতিকুল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ হোসাইন, মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা সাইদুর রহমান জামিল, হাফেজ মাওলানা আমান উল্লাহ ও মাসুদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আল কুরআনের নির্দেশনার আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।