
আন্তর্জাতিক ডেস্ক // ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে গত সপ্তাহে হওয়া ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।
শনিবার দেশটির প্রধান উদ্ধারকারী সংস্থা বাসারনাস এই তথ্য নিশ্চিত করেছে।
নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রবল বৃষ্টিপাতের ফলে গত ২৪ জানুয়ারি পশ্চিম জাভার বান্দুং বারাত এলাকার পাসির লাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে।
সীমান্ত টহলে যোগ দিতে প্রশিক্ষণ নেওয়ার সময় অন্তত ২৩ সেনাসদস্যও এই ভূমিধসে মারা পড়েন বলে পরে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে এক হাজার ২০০ মানুষের মৃত্যু এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার রেশ কাটতে না কাটতেই পশ্চিম জাভায় এই নতুন বিপর্যয় আঘাত হানল।
বর্তমানে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে উদ্ধার অভিযানের সময়সীমা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আরও সাত দিন বাড়ানো হয়েছে।
এদিকে বুধবার দেশটির একটি সংসদীয় প্যানেল উদ্ধারকারী সংস্থা বাসারনাস-এর বাজেট কমিয়ে দিয়েছে।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত সংস্থাটির বাজেট কর্তনের এ সিদ্ধান্ত তাদের সক্ষমতাকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে।