নিজস্ব প্রতিবেদক
মেডিকেল শিক্ষার্থীর হারানো গুরুত্বপুর্ণ জিনিস এক ঘন্টার মধ্যে উদ্বার করে দিয়ে প্রশংসায় ভাসছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী আদ্রিত আজ সন্ধার দিকে নগরীর নথুল্লাবাদ থেকে মাহেন্দ্রযোগে রহমতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। গন্তব্যে পৌছালেও তিনি ভুলবশত গাড়িতেই রেখে যান নিজের ব্যাগ।
যেখানে তার আইপ্যাডসহ মেডিকেলের গুরুত্বপূর্ন বিভিন্ন জিনিসপত্র ছিল। পরবর্তীতে আদ্রিত নিজেই বিষয়টি টের পেয়ে রাত ৮ টায় সংশ্লিষ্ট এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করেন। থানা পুলিশ উদ্বারে এসআই ইদ্রিস ও আক্তারকে দায়িত্ব প্রদান করলে তাৎক্ষনিক দু’জনই শিক্ষার্থীর হারানো মালামাল উদ্বারে সক্রিয় হয়ে ওঠেন। একপর্যায়ে সিসি ফুটেজ বিশ্লেষণসহ টানা ১ ঘন্টার অভিযানের মধ্যে হারানো ব্যাগ উদ্বারে সক্ষম হন তারা।
পরবর্তীতে ৯ টার মধ্যে হারানো ব্যাগ ও গুরুত্বপুর্ণ জিনিস উদ্বার করে শিক্ষার্থী আদ্রিত-কে বুঝিয়ে দেন থানা পুলিশের এ দুই চৌকস কর্মকর্তা। এ-সময় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন-উল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযোগের এক ঘন্টার মধ্যেই হারানো ব্যাগ ও জিনিসপত্র ঠিকভাবে বুঝে পেয়ে শিক্ষার্থী আদ্রিত জানান- আমি এয়ারপোর্ট থানা পুলিশের কাছে কৃতজ্ঞ। তাদের অবহিতের সাথে সাথেই আমার হারানো ব্যাগ ও গুরুত্বপুর্ণ জিনিস উদ্বার করে দিয়েছেন।