
নীলফামারী প্রতিনিধি // ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার প্রতিবাদে জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান (কবির) লেলিনের নেতৃত্বে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বাইর হয়ে জলঢাকার প্রধান প্রধান, সড়ক গুলো প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট একত্রিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক (বাবু) তিনি বলেন একটি গোষ্ঠী বিশৃঙ্খলার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে করে যেনো ভোট পিছিয়ে যায়, কিন্তু আমরা তা রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের সবার প্রাণপ্রিয় নেতা আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতেই পা রাখতেছেন আমরা আমাদের নেতার জন্য সকলে দোয়া করি তিনি যেনো সহি সালামতে বাংলাদেশে পদার্পণ করেন। উপজেলা ছাত্রদলের সভাপতি মনতাজুর রহমান (মিঠু) বলেন আমরা জলঢাকা বিএনপি কিন্তু সবসময় ঐক্যবদ্ধ আমাদের সরলতার সুযোগ নিয়ে মনে করেন না, যে আপনারা বিশৃঙ্খলা করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুসবো। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা তাতীদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু হহারুনা রশিদ, দুলাল হোসেন, আবু তরাব ইমন সহ প্রমুখ। এবং সবার শেষে গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান কবির (লেলিন) তিনি বলেন আমাদের এই ২৪ এর যোদ্ধা ওসমান হাদী আমাদের মাঝে আর বেঁচে নেই, আমাদের কলিজা ফেটে যাচ্ছে ভাইটির মৃত্যুর খবর শুনে, আমরা গতরাতেও বিক্ষোভ করেছি সন্ত্রাসীরা যেনো দ্রুত গ্রেপ্তার হয়। আর এ দিকে হাদির মৃত্যুকে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে একটি বিশেষ মহল, কান খুলে শুনে রাখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি আমরা কেউকে ভয় করি না আমরা সব সময় অন্যায়ের পক্ষে লড়াই করেছি করে যাব ইনশাআল্লাহ।