
বরিশালর জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা লতা ইউনিয়নের যুবদলের সদস্য কামাল হাওলাদারের সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্যাডে বহিষ্কার আদেশ করেন ২৭ অক্টোবর।
তার প্রতিবাদে যুবদলের সদস্য কামাল হাওলাদার সংবাদ সম্মেলন করেন কাজীরহাট থানা প্রেসক্লাব অস্থায়ী ভবনে ২৯ শে অক্টোবর রোজ বুধবার বিকেল ৫ ঘটিকায়। সংবাদ সম্মেলনে কামাল হাওলাদার সংবাদকর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন। যেহেতু গত ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল অনুষ্ঠান কর্মসূচিতে যোগদান করি। রাত ৯ ঘটিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস পাই আমাকে জাতীয়বাদী যুবদল থেকে করা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম আমি জানতে চাই কি কারনে বহিষ্কার করা হয়েছে। আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে আমাকে জিজ্ঞাসা করা এবং আমাকে কারণ দর্শনের নোটিশ না দিয়েই আমাকে বহিষ্কার করা হয়। ২০০৬ সালে লগি বৈঠা থেকে শুরু করে ২০০৮ হতে ২০১২ সাল পর্যন্ত মেজবাহ উদ্দিন ফরহাদ ভাইয়ের সঙ্গে ছিলাম ওই সময় আমার বিরুদ্ধে ৩/৪ টি মিথ্যা মামলা ষড়যন্ত্র মূলক দায়ের করেন। ওই সময় আমি দল ছেড়ে যাইনি রাজপথে ছিলাম। এলাকাবাসী জানে প্রতি বছরে অসহায় দুঃস্থ গরিব পরিবারদের মাঝে নিজ অর্থায়নে প্রাণ বিতরণ করেছিলাম। ২০২০ সাল থেকে ২২ সালে রাজিব আহসান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওই সময় তার ছবি উস্তার লাগানোর জন্য কোন লোক ছিল না একমাত্র শুধু আমিই ছিলাম। কাজীরহাট থানায় রাজিব আহসান আগমন উপলক্ষে আমার নেতৃত্বে বাংলাবাজার থেকে প্রায় ৪শতাধিক নেতাকর্মী নিয়ে একটি বিশাল মিছিল নিয়ে যাই। সেখানে আমাদের কে বাধা প্রদান করা হয় এবং মিছিলের নেতা কর্মীদের কে মারধর করা হয়। অবশেষে উল্টোভাবে হামলাকারীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ১২/৬/২৫ ইং তারিখে। ওই মামলার বাদী হয় সন্তোষপুর বাংলাবাজার আলোচিত জোড়া খুনের মামলার আসামি শিপন পেদা। আমি জানতে চাই আমাকে কোন কারণে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি।এ দলের জন্য নিজের অনেক শ্রম দিয়েছি । সকল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এখনো রাজনৈতিক দলে ২ ভাগ বিভক্ত। এখানে আমাকে নিয়ে নিশ্চিই ষড়যন্ত্র চলছে। অনেকেই আমার বিষয় নেতাদের কাছে অপপ্রচার চালিয়ে দল থেকে দূরে রাখতে চায়। আমি শতশত কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি পালন করে আসছি।যাহা একটি মহল সহ্য করতে পারছেন না এজন্যই আমার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ উপজেলা পর্যায়ে নেতাদের কাছে দুর্নাম রটাচ্ছে নেতা দেরকে ভুল বুঝিয়েছে আমাকে বহিষ্কার আদেশ করিয়াছে। তিনি আরো বলেন আমি খালেদা জিয়া ও তারেক রহমানের দল করি। কোনো যড়যন্ত্র কারীরা আমাকে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করে দূরে রাখতে পারবে না। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষন করছেন সঠিক তদন্ত করে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে পারবে বলেন সংবাদ সম্মলেন জানিয়েছে কামাল হাওলাদার।