
গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনের মধ্যদিয়েপালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ সকাল সাড়ে ১০টায় গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গৌরনদী বিআরডিবি’র সভাপতি সোহানুর রহমান সোহাগ,যুবদল নেতা মোঃ রিয়াজ ভূঁইয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানি, গৌরনদী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন সরদার ও মোঃ বুলবুল সরদার। সভাশেষে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ড চত্বরসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।