
গৌরনদী প্রতিনিধি // গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সেলাই প্রশিক্ষণার্থীদের বাছাই মৌখিক পরিক্ষা উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। সেলাই প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্চয় কুমার, অফিস সহকারী ভবরঞ্জন হাজরা, সেলাই প্রশিক্ষক কাকলী খানম প্রমুখ। সেলাই প্রশিক্ষণ মৌখিক পরীক্ষায় ৭০ জন অংশ গ্রহণ করেন হত দরিদ্র ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়। ৩০ জন কে মনোনীত করা হয়, ৪ মাস সেলাই প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলবে, প্রতিদিন জনপ্রতি ১০০ টাকা করে পাবেন।