
গৌরনদী প্রতিনিধি // ধানের ক্ষেতে হাঁস গিয়ে পাকা আমন ধান বিনষ্ট করার প্রতিবাদ করায় হাঁসের মালিক কামাল সরদার ধান ক্ষেতের মালিক ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর অবস্থায় আহত একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে ওইদিন সকালে গৌরনদী উপজেলার দক্ষিণ সাকোকাঠী গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মৃত লতিফ সরদারের ছেলে গাছ ব্যবসায়ী নাসির সরদারের (৫০) স্ত্রী বেবী বেগম বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন-প্রতিবেশী আনিসুর রহমানের ছেলে কামাল সরদারের কয়েকটি হাঁস তাদের জমিতে এসে পাকা আমন ধান বিনষ্ট করছিলো। তিনি কামালের স্ত্রীকে কয়েকটি দিন হাঁস বেঁধে রাখার অনুরোধ করায় তারা ক্ষিপ্ত হয়। এনিয়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। তিনি আরও বলেন-এ ঘটনার জেরধরে কামাল সরদার তাকে অশ্লীলভাষায় গালিগালাজ করে। এসময় তার স্বামী নাসির সরদার প্রতিবাদ করায় তাকে কামাল সরদার লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় স্বামী নাসির সরদারকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও (বেবী বেগম) পিটিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে মুমূর্ষ অবস্থায় নাসির সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত কামাল সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-বেবী বেগমের লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।