এর আগে গত পরশু চট্টগ্রামের বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন রংপুর রাইডার্সের কাইল মেয়ার্স। ২ দিন বাদেই এবার সেই রেকর্ড ভাঙলেন নাসির।
২১ বলের ঝলমলে ফিফটিতে ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন নাসির। তার বীরত্বসূচক এই ইনিংসে নোয়াখালীর বিপক্ষে জয়ের পথে হাঁটছে ঢাকা ক্যাপিটালস। শেষ ১৩ ওভারে জয়ের জন্য মাত্র ৬৫ রান দরকার ঢাকা ক্যাপিটালসের৷ হাতে আছে ৮ উইকেট।
২৬ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন নাসির। উইকেটের অন্য প্রান্তে ৮ রানে অপরাজিত ইরফান শুক্কুর।
তাদের ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে তারা। আগের ম্যাচে ৬১ রানে অলআউট হওয়া দলটি এদিনও ১০০’র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল। দশম ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে মাআজ সাদাকাত যখন আউট হন, নোয়াখালীর স্কোরকার্ডে যোগ হয় মোটে ৪০ রান। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার আউট হয়েছেন যথাক্রমে ৬ ও ১ রানে।
এছাড়া মুনিম শাহরিয়ার ২ ও মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ৪ রান করে। ওপরের পাঁচ ব্যাটারের মধ্যে সাদাকাত ১৯ বলে সর্বোচ্চ ২৪ রান করেন। নোয়াখালীকে সম্মানজনক স্কোর এনে দেন দুই বিদেশি মোহাম্মদ নবি ও অধিনায়ক হায়দার আলী। ষষ্ঠ উইকেটে তারা ৬১ বলে ৯০ রান যোগ করেন।
শেষ ওভারে আউট হওয়ার আগে হায়দার ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন। নবি শেষ পর্যন্ত ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। ঢাকা ক্যাপিটালসের পক্ষে বল করা প্রত্যেক বোলার ১টি করে উইকেট শিকার করেন। তবে ৪ ওভারে ১৬ রান দেয়া ইমাদই ছিলেন সবচেয়ে সাশ্রয়ী।