
আন্তর্জাতিক ডেস্ক // চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শানটুতে একটি আবাসিক ভবনে অগুনের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চার তলা বিশিষ্ট একটি ভবনে ঘটে। দমকলকর্মীরা প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা জানতে অনুসন্ধান টিম তদন্ত শুরু করেছে।
হংকংয়ে গত প্রায় আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিন পর শানটুতে এ অগ্নিকাণ্ড হল। ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডে মঙ্গলবার মৃত্যু বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে।
বেইজিং গত মাসে দেশজুড়ে বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা মান খতিয়ে দেখতে কড়া নির্দেশনা দিয়েছে, যেন হংকংয়ের মতো ঘটনা আর না ঘটে।
এর আগে এপ্রিলে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে এক নার্সিং হোমে বয়স্কদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল।
কয়েক সপ্তাহ পর উত্তরপূর্ব চীনে এক রেস্তোরাঁয় আগুনে ২২ জন মারা গেছেন।
সূত্র: রয়টার্স।