
নিজস্ব প্রতিবেদক // যুব পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানকে নিয়ে কয়েকটি কথিত অনলাইন নিউজ পোর্টালে মনগড়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংগঠনটি এই প্রতিবেদন’র তীব্রভাবে নিন্দা জানিয়েছে এবং এটিকে সুপরিকল্পিত ষড়যন্ত্র মনে করছে। সংগঠনটি আইনগত সুরক্ষা চেয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমর্থন ও সংহতি আহ্বান জানাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, এসব প্রতিবেদন সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য মূলক। তারা মনে করছে, এই ধরনের প্রচারণা তাদের আন্তর্জাতিক কর্মকাণ্ড এবং অধিকার সংক্রান্ত প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে সিভিল স্পেসে কাজ করা সংগঠন ও ব্যক্তি বিশেষের জন্য উদ্বেগ তৈরি হয়েছে। এক বিবৃতিতে ইয়ুথনেট গ্লোবাল বলেছে, আমরা সুবিচার, সাম্য, সমতা ও মানবাধিকারের জন্য কাজ চালিয়ে যাব। সত্যের জয় নিশ্চিত হবে। আমরা আমাদের কাজ থামতে দেব না। সোহানুর রহমান বলেন, “এই মিথ্যা ও মানহানিকর প্রতিবেদনগুলো ও প্রচারাভিযান আমাদের কাজের পথকে সংকুচিত করতে পারবে না। আমরা প্রতিটি মুহূর্তে পরিবেশ ও জলবায়ু সুবিচার, যুব নেতৃত্ব এবং সামাজিক ন্যায়ের পক্ষে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাব। স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো, জাতীয় নীতিনির্ধারণীতে তৃণমূল পর্যায়ের চাহিদা তুলে ধরা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কণ্ঠস্বর ধ্বনিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে যুব নেতৃত্ব, জলবায়ু ন্যায় এবং সামাজিক ন্যায় নিয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। সোহানুর রহমান ২০২১ সালে প্রথম স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ২৬, সরকারি যুব প্রতিনিধি হিসেবে মিশরের শার্ম এল শেখে কপ২৭, দুবাইতে কপ ২৮, গতবছর জার্মানির বনে এসবি ৬০ ও আজারবাইজানের বাকুতে সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে কপ২৯ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে জলবায়ু সুবিচার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেন। যা দেশ বিদেশে ও বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়। সোহানুর এই সপ্তাহে ব্রাজিলের বেলেম শহরে কপ৩০ সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনি গতবছর জাতিসংঘ জেনেভা থেকে ইয়ং অ্যাক্টিভিস্ট সামিট লরিয়েট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইভিএলপি (ইন্টারন্যাশনাল ভিসিটর লিডারশিপ প্রোগ্রাম) এলুমনাই হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আইভিএলপি প্রোগ্রামের মাধ্যমে তিনি বিশ্বের তরুণ নেতাদের সঙ্গে নেটওয়ার্ক গড়েছেন, নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি করেছেন এবং আন্তর্জাতিক নীতি-নির্ধারণী প্ল্যাটফর্মে বাংলাদেশের স্বীকৃতি বাড়িয়েছেন। এর আগে একই ধরনের সংঘবদ্ধ প্রতিবেদন থেকে সোহানুর রহমানের ফেসবুক একাউন্ট এক মাসের জন্য বন্ধ হয়ে যায়। এবারও একটি সমন্বিত মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। ইয়ুথনেট গ্লোবাল বাংলাদেশ ভিত্তিক একটি যুবসংগঠন। এটি তৃণমূল পর্যায়ে জলবায়ু সুবিচার, সমতা, মানবাধিকার এবং যুব নেতৃত্ব বিকাশের জন্য কাজ করে। সংগঠনটি গত এক দশকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুবকর্মীদের ক্ষমতায়ন ও কার্যক্রম সমন্বয় করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, ন্যায়সঙ্গত স্থানান্তর (জাস্ট ট্রানজিশন), পরিবেশ ও সামাজিক ন্যায় সংক্রান্ত উদ্যোগগুলোতে ইয়ুথনেট গ্লোবাল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।