1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না জাকের ও শান্তর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না জাকের ও শান্তর

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ 0 বার সংবাদি দেখেছে
75

টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ যে ১৫ সদস্যের দল সাজিয়েছে, সেখানে এসেছে বড় চমক। আক্রমণাত্মক ওপেনার হিসেবে পরিচিত পারভেজ হোসেন ইমন এবার নতুন ভূমিকায় নামবেন—দলের পরিকল্পনায় তিনি খেলবেন চার নম্বরে। অন্যদিকে জায়গা হয়নি জাকের আলি অনিকের, ফেরার জোরালো দাবিদার হিসেবেও বিবেচনায় আসেননি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

ক্রিকবাজের বরাতে জানা গেছে, ফর্মহীনতার কারণেই জাকেরের নাম বাদ পড়েছে। আর বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও শান্তকে শুধু স্কোয়াডে বসিয়ে রাখার জন্য অন্তর্ভুক্ত করতে চায়নি দল ব্যবস্থাপনা। উল্লেখ্য, চলমান বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান শান্তরই—৪ ম্যাচে ২০৩ রান, স্ট্রাইক রেট ১৪৭–এর বেশি, তবু ফিরতে পারলেন না টি–টোয়েন্টি সেটআপে।

বিপিএলে সিলেট টাইটানসের কাছে অনুরোধ করেই তাকে ওপেনিং থেকে নামানো হয় মধ্যম অবস্থানে। উদ্দেশ্য ছিল—বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী তাকে নতুন ভূমিকার পরীক্ষায় দেখা। দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। ৪ নম্বরে নেমে করেছেন ১৬৯ রান, গড় ৮৪.৫০, স্ট্রাইক রেট ১৫৯.৪৩।

ইমন নিজেও বললেন, “যেখানেই খেলি, মানিয়ে নিতে হবে। কাজটা চ্যালেঞ্জিং, কিন্তু উপভোগ করছি। দলের স্বার্থটাই সবার আগে।”

দল ব্যবস্থাপনার মতে, ইমনকে চার নম্বরে রাখলে ব্যাটিং অর্ডারে ভারসাম্য আসে, মাঝের দিকে পাওয়া যায় গুরুত্বপূর্ণ বাঁহাতি অপশন। স্পিনের বিপক্ষেও তার খেলায় আত্মবিশ্বাস রয়েছে নির্বাচকদের।

আয়ারল্যান্ড সিরিজের দুই ম্যাচে না খেলানোয় যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পরও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন শামীম হোসেন। টিম ম্যানেজমেন্ট তাকে ফিনিশারের ভূমিকায় রেখেই পরিকল্পনা সাজিয়েছে।

ডিসেম্বরের শেষ দিনে সিলেটে অধিনায়ক লিটন দাস ও নির্বাচকদের বৈঠকে চূড়ান্ত হয় দল। এরপর বোর্ড সভাপতি স্বাক্ষর করে তা জমা পড়ে আইসিসিতে ১ জানুয়ারি। পরিস্থিতি বড়ভাবে না বদলালে স্কোয়াডে আর পরিবর্তনের সম্ভাবনা কম, যদিও আনুষ্ঠানিকভাবে জানুয়ারি ২০ পর্যন্ত বদলানোর সুযোগ আছে।

বোলিং আক্রমণে বাড়তি পেসারের বদলে নির্বাচকরা নিয়েছেন একজন অতিরিক্ত ব্যাটার। কারণ গ্রুপ পর্বের সব ম্যাচই ভারতের মাঠে—অধিকাংশ ম্যাচের পরিকল্পনায় তাই গুরুত্ব পেয়েছে ব্যাটিং গভীরতা।

সব মিলিয়ে, স্পষ্ট—বাংলাদেশ এই বিশ্বকাপে চাইছে নমনীয়তা, নতুনত্ব এবং পরিস্থিতি অনুযায়ী অভিযোজিত হতে পারা ক্রিকেট। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের।

বিশ্বকাপের প্রাথমিক সম্ভাব্য দল :

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews