1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে: মির্জা আব্বাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে
64

নির্বাচনের মাঠে সমান সুযোগ না থাকার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের প্রার্থী, মির্জা আব্বাস বলেছেন, সরকারের একটি অংশ কিছু মানুষকে নির্বাচনে পাস করিয়ে আনতে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ওদের যদি ক্ষমতা থাকত, তাহলে আমাদের নির্বাচন করতেই দিতো না। তিনি অভিযোগ করে বলেন, কিছু কিছু মানুষকে পাস করিয়ে আনতে সরকারের একটি অংশ সক্রিয়ভাবে কাজ করছে। এ কারণেই এখন আর লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

তিনি বলেন, যেভাবে তারা কার্যক্রম চালাচ্ছে, তাতে কোনোভাবেই সমান সুযোগের পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এই ছেলেটা এমন অসভ্যের মতো কথাবার্তা বলতে পারত না।

মির্জা আব্বাস আরও বলেন, এখন পর্যন্ত যে ভাষায় তারা কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার ওপর এবং আমার নেতাকর্মীদের ওপর যে আমরা কোনো রিঅ্যাকশন করছি না। আমি আমার নেতাকর্মীদের বলেছি, ধৈর্যধারণ করুন, কোনো রিঅ্যাকশন নয়। ওরা বলুক। আমরা নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে থাকব। তারপর দেখা যাবে কী হয়।

নির্বাচন কমিশনকে এসব অভিযোগ জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কেন। পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে নির্বাচন কমিশন সবই শুনতে পাচ্ছে। নতুন করে অভিযোগ দেওয়ার প্রয়োজন কী।

তিনি বলেন, এ জন্য আমি মনে করি, এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই। সরকারের একটি অংশ কিছু লোককে নির্বাচনে পাস করাতে প্রতিশ্রুতিবদ্ধ।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, এদের কার্যক্রম এমন যে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে। আমিও ধৈর্য ধরে আছি।

প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওদের যদি ক্ষমতা থাকত, আমাদের নির্বাচন করতেই দিতো না। সুতরাং এই প্রশ্ন ওঠে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews