স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন ৩ নং খাগড়াখানায় জমি জমা বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৮ টায় হাওলাদার বাড়ি নিজ গড়ের উত্তর-পশ্চিম কর্নারে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ আবু বক্কর হাওলাদার (৫৫) তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত মোঃ আজহার আলী হাওলাদার এর ছেলে। আহত মোঃ আবু বক্কর হাওলাদার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ আবু বক্কর হাওলাদার জানান তার পিতার মৃত্যুর পরে তার পৈত্রিক সম্পত্তি থেকে পাওয়া কিছু অংশ জমি তাকে দিয়ে বাকি জমি তার অন্য ৪ ভাই ভোগদখল করে আসছে। আবুবক্করের পাওনা জমি তার ভাইদের কাছে চাইতে গেলে এর আগেও কয়েকবার তাকে মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দিন আবু বক্কর হাওলাদার গরুর জন্য খাবার আনার উদ্দেশ্যে ঘরের পিছনে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা মোঃ আনসার আলী হাওলাদার, মোঃ আলী আকবর হাওলাদার ও কুলসুম বেগম সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে সাপল, রড ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার অবস্থান অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরোও জানা যায় এই বিষয় নিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে আবু বক্কর হাওলাদারের ফ্যামিলি সহ গুম খুনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।