1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনের আগে ২ হাজার এএসআই নেবে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নেবে পুলিশ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার এএসআই নেবে পুলিশ। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকলেই করা যাবে আবেদন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, নিয়োগ ছাড়াও আরও ২ হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি।

বাহারুল আলম বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ