1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিষেধাজ্ঞা কাটিয়ে শিগগিরই ফুটবলে ফিরছেন পগবা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

নিষেধাজ্ঞা কাটিয়ে শিগগিরই ফুটবলে ফিরছেন পগবা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // প্রায় এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরার অপেক্ষায় আছেন ফরাসি তারকা পল পগবা। এএস মোনাকোর ম্যানেজার সেবাস্তিয়েন পোকোনিওলি জানিয়েছেন, খুব শিগগিরই ক্লাবের হয়ে অভিষেক হতে পারে এই মিডফিল্ডারের। তবে তার ফেরাকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশা না রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই তারকা খেলোয়াড় চলতি বছরের জুনে ফ্রি ট্রান্সফারে যোগ দেন ফরাসি লিগ ওয়ান ক্লাব মোনাকোতে।

৩২ বছর বয়সী পগবা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার বছরের নিষেধাজ্ঞা পান, কারণ তার শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধিকারী পদার্থ ডিএইচইএ ধরা পড়েছিল। তবে ক্রীড়া আদালতে সফল আপিলের পর সেই নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয় ১৮ মাসে।

পোকোনিওলি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘সবকিছু এখন ভালোভাবে চলছে। আমি আশা করছি, খুব শিগগিরই সে দলে ফিরবে। যখন সে ফিরে আসবে, তখন আমরা একসাথে তার পারফরম্যান্স মূল্যায়ন করব।’

তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা কিংবা জুভেন্টাসে তার প্রথম মেয়াদের পগবা-সেই সময়টা এখন অনেক পেছনে। প্রতিটি খেলোয়াড় বয়স ও অভিজ্ঞতার সঙ্গে পরিবর্তিত হয়। তাই আমরা তাকে তার বর্তমান অবস্থা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিচার করব।’

পোকোনিওলির মতে, পগবা এখনো তার স্বাভাবিক টেকনিক ধরে রেখেছেন, ‘আমি যা দেখছি, তাতে এখনো তার সেই দক্ষতা অক্ষুণ্ণ। ম্যাচের তালেই আমরা জানতে পারব, সে কোথায় দাঁড়িয়ে আছে। মোনাকোতে সে নিজের সেরা সংস্করণে ফিরতে পারে—আর তাকে সেই জায়গায় ফিরিয়ে আনাই আমার দায়িত্ব।’

লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে এএস মোনাকো। বুধবার তারা মুখোমুখি হবে নঁতের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ