
নীলফামারী প্রতিনিধি // নীলফামারী ৩ (জলঢাকা) আসনে জমে উঠেছে ভোটের আমেজ দিন যত ঘনিয়ে আসতেছে ঠিক যেন মাঠে মাঠে সংক্রিয় হচ্ছে ভোটারদের কাছে বিভিন্ন দলের প্রার্থীরা। এবং কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন জায়গায় করতেছে উঠান বৈঠক, গনসমাবেশ, ও পথসভা সহ নানান অনুষ্ঠান। নীলফামারী ৩ (জলঢাকা) আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও মাঠে কেবল কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীলফামারী জেলা বিএনপির সদস্য, ও সাবেক জেলা বিএনপির সহ সভাপতি, জলঢাকা উপজেলার দুইবারের উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, তবে আলোচনায় রয়েছেন ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী সাবেক সভাপতি জলঢাকা উপজেলা বিএনপির,ও পৌর মেয়র জলঢাকা সদস্য জলঢাকা উপজেলা বিএনপি। জাতীয় পার্টির থেকে মনোনীত প্রার্থী রোহান চৌধুরী, গণঅধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী সোহাগ হোসেন (বাবু) ইসলামী আন্দোলন পরিষদের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন এ পর্যন্ত শোনা যাচ্ছে এসব প্রার্থীদের নাম। কিন্তু ভিন্ন কোন দল থাকলেও এ পর্যন্ত শোনা যায়নি প্রার্থীদের নাম, তাই দিন যত ঘনিয়ে আসতেছে ভোটের আমেজ নীলফামারী ৩ (জলঢাকা) আসনে ঠিক যেনো জমে উঠেছে ভোটের মাঠ। প্রতিনিয়ত প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডে, গ্রামে, গ্রামে পাড়া মহল্লায় ছুটে চলছেন এসব প্রার্থীরা। এবারের ভোট সামনে নির্বাচনকে একটি সুন্দর ও সুশৃংখল হিসেবে ভোটগ্রহণ হবে বলে আশা করেন এসব প্রার্থীরা এবং নিরপেক্ষ হবে এই নির্বাচন যাতে করে সবাই সবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নীলফামারী ৩ (জলঢাকা) আসনে।