
মোঃ ইয়াহিয়া শাকুর,পটুয়াখালী // নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটনসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রিমানুল ইসলাম রিমুর নেতৃত্বে একটি বিশাল মিছিল শোভাযাত্রায় যোগ দেয়।
এর আগে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন যুবদলের নেতাকর্মীরা।
উৎসবমুখর পরিবেশে পুরো শহরজুড়ে ছিল যুবদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত দৃশ্য।