1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফের ভূমিকম্প, এবার গাজীপুরে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

ফের ভূমিকম্প, এবার গাজীপুরে

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের বাইপাইল এলাকায় স্বল্পমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ২২ নভেম্বর সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এ কম্পন রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পটি স্থানীয়ভাবে অনেকে টের পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বলেন, “এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।” তিনি জানান, ভূমিকম্পের মাত্রা কম হলেও এলাকার কিছু মানুষ কম্পন অনুভব করেছেন।

এ ঘটনার মাত্র একদিন আগেই সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ওই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবারের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ২৩.৭৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ