নিজস্ব প্রতিবেদক
বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির আওতায় এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার ( ৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির বরিশাল নগরীর আমানতগঞ্জ শাখা কর্তৃপক্ষ এ সহায়তা প্রদান করেন।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে ৪০ হাজার টাকায় ১৮ মাসের কিস্তিতে একটি ফ্রিজ ক্রয় করেন সোহরাব হোসেন নামের এক ব্যাক্তি৷ ৪ কিস্তি প্রদানের পর তিনি মারা যান। প্রতিষ্ঠানের পরিবার সুরক্ষানীতি এ প্রতিশ্রুতি অনুযায়ী মৃতের পরিবারকে অর্ধলক্ষ টাকা সহায়তা প্রদান করে ওয়ালটন প্লাজার এ শাখাটি। একইসাথে পন্যের পুরো অর্থ মওকুফ করে দেয় প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার বরিশাল এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, আমানতগঞ্জ শাখার ম্যানেজার ইমতিয়াজ মাহমুদসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।