নিজস্ব প্রতিবেদক // বরিশালে কনফিডেন্স ইমিগ্রেশন সার্ভিসেসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহিদ হাসান রনি, প্রতিষ্ঠাতা ও পরিচালক কনফিডেন্স স্বাস্থ্য কর্মসূচি এবং মালিক, কনফিডেন্স ইমিগ্রেশন সার্ভিসেস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম হাসান, সহকারী শিক্ষা অফিসার, বরিশাল সদর উপজেলা; আবু রায়হান রুমি, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও মালিক, কনফিডেন্স ইমিগ্রেশন সার্ভিসেস; ইঞ্জিঃ মোঃ মুস্তাফিজ গাজী আকাশ এবং সাংবাদিক শফিকুল ইসলাম রবি। বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে পারলেই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যেই কনফিডেন্স ইমিগ্রেশন সার্ভিসেস কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো— দেশের তরুণদের আধুনিক প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতায় সমৃদ্ধ করা,
আন্তর্জাতিক শ্রমবাজারে নিরাপদ ও সঠিক প্রক্রিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করা,
বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা,
প্রবাসীদের জন্য স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রতারণামুক্ত সেবা নিশ্চিত করা। সভাপতির বক্তব্যে মোঃ জাহিদ হাসান রনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু জনশক্তি রপ্তানি নয়, বরং দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করা, যারা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। কনফিডেন্স ইমিগ্রেশন সার্ভিসেস সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির এই মহৎ উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করেন।