নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ অপরাধের ভুক্তভোগী ব্যক্তির আইনগত সুরক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে করণীয় শীর্ষক বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বরিশাল ইউনিটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বাংলাদেশ ডেভলপমেন্ট সোসাইটি’র বরিশালস্থ কার্যালয়ে ইউনিটের সভাপতি এ্যাড.মো:মহসিন মন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশে নারী ও শিশুর প্রতি সংঘটিত যৌন সহিংসতা নিরসন এবং ধর্ষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইন ও মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা সমূহ কার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন অতিথীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার মামুন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ রিয়াজ হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নিসহ আদালতের বিজ্ঞ আইনজীবী ও বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক সংস্থার সদস্যরা। সভার সার্বিক তত্বাবধানে ছিলেন ব্লাস্টের বিভাগীয় কো-অর্ডিনেটর সাহিদা তালুকদার।