
স্টাফ রিপোর্টার // বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে জোরপূর্বক বৃদ্ধোর জমি দখল করে ঘর নির্মাণ করেছে এলাকার কিছুসংখ্যক ভূমি দস্যুরা। অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী মোঃ ইউনুস হাওলাদার (৬৫), পিতা মৃত সত্তার হাওলাদার, জানান পৈত্রিক সম্পত্তি থেকে পাওয়া জমির তার পূর্বপুরুষ থেকে ভোগ দখল করে আসছে আমরা এই জমির এস এ রেকর্ড মূলে মালিক এবং আমাদের নিজ নামের বি এস রেকর্ড থাকা সত্ত্বেও তারা বাহুবল খাটিয়ে আমাদের জমি জোরপূর্বক দখল করে নেয় প্রায় ৭/৮ মাস আগে বিবাদী মোঃ খোকন হাওলাদার (৪৫), পিতা মৃত: আব্দুর রব হাওলাদার তার স্ত্রী কল্পনা বেগম (৩৮), ছেলে মোঃ সজিব হাওলাদার (২৫) ও মোঃ বাবু হাওলাদার (২০), ছোট ভাই আব্দুর রহমান ওরফে বুলেট (৪২) এবং তার ছেলে মোঃ আসিফ হাওলাদার (২৩) মিলে তাদের ৩০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে সেখানে দালান ঘর নির্মাণ করেন। বাদীর অভিযোগ, বিবাদীরা তাকে ও তার পরিবারকে গুম-খুনের ভয়ভীতি দেখিয়ে উক্ত জমিটি দীর্ঘ ৭/৮ মাস যাবত জোরপূর্ব দখল করে গড় নির্মাণ, হাঁসের খামার ও গাছপালা রোপন করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ ও মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো ফল পাওয়া যায়নি। বরং বিবাদীরা বিভিন্ন মামলার ভয় দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে হয়রানি করে আসছে এ বিষয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা হলেন— ভাই আব্দুল কাশেম হাওলাদার ও মৃত আব্দুল রশিদ হাওলাদার (তার ছেলে মোঃ ফারুক হাওলাদার), এবং বোনেরা চানবরু বিবি, ফুলবানু বেগম, নিরু বেগম, কোহিনুর বেগম ও কুলসন বেগম। “আমরা বহুবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছি, কিন্তু কোনো ন্যায়বিচার পাইনি। এখন আমরা প্রশাসনের নিকট সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।