নিজস্ব প্রতিবেদক
বরিশালে জেলার মধ্যে একটিমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ট্যালেন্টপুলে তিনটি বৃত্তি অর্জন করে রেকর্ড গড়েছে। চলতি বছরের এসএসসি (দাখিল/ সমমান) পরীক্ষায় এ সাফল্য অর্জিত হয়েছে রুপাতলীস্থ দারুল আবরার মডেল কামিল মাদ্রাসায়।
জানা গেছে, চলতি বছর এসএসসি (দাখিল-সমমান) পরীক্ষায় মাদরাসাটি থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ফলাফলে ২৩ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে তিনজন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। তারা হলো- জুবায়ের আদনান তামিম, তামিম হাসান ও মোঃ জাবের হোসেন। প্রত্যেকেই মাদ্রাসাটিতে অধ্যায়ণরত ছিল।
এছাড়া বরিশাল জেলার সব দাখিল মাদ্রাসার মধ্যে তিনটি বৃত্তিই পেয়েছে এই মাদ্রাসার ৩ শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের ফলাফল ও জেলার মধ্যে রেকর্ড গড়ায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিব জানিয়েছেন, আমাদের সব শিক্ষকরা পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী। তারা শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সর্বদা সচেতন রয়েছে।
যার দরুন, প্রতিবছর ফলাফলে সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া অভিভাবকদের সহযোগীতাও রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে এ ধারা অব্যাহত রাখতে প্রতিটি শিক্ষক নিরলস কাজ যাবেন বলেও জানান তিনি। এসময় তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।